প্রায় দীর্ঘ দিবস অতিক্রমে
নভেম্বর দু’হাজার ষোল সনে
সোমবার রাত- ‘সোমের উদয়নে’
পবনে মাতল কবিরা মুগ্ধ মনে।


জ্যোৎস্না ভরাট নীল গগনে
বড় চাঁদ খানা ফুটল হেসে,
আকাশ ভরা তারাদের পানে
আরো বেশি যেন বেড়ালো ভেসে।


এই দেখা তো প্রথমবারের নয়,
বহু বছর পেরিয়ে যেন এই মিলন হয়!
অর্ধশতকের বেশী বছর পরে,
পূর্ণ রূপে মিলল দেখা তার-,
বিশাল রূপী ঐ নীল আকাশের ঘরে।


আমি প্রাণ ভরিয়ে দেখেছি তারে,
কী জানি; হয়ত আবার দেখা—
আমার তরে নাও মিলতে পারে!