মুখে বলি সুন্দরী ললনা
অন্তরেতে লালিত; পুতুল-খেলনা।
শোনো প্রিয়, দুই মুখো—
এই আলগা পিরিত আমি দেখাতে পারিনা।
তবুও যদি বলো আমি দোষী,
তবে তুমিই তার উপমা।।
তুমি রমণীয়, তুমি সুরম্য,
তোমার বিষাদ হয়ে উঠে আমার বেদনা।
যদি হারিয়ে যায় তুমি কেঁদো না।।
জানি কাঁদবে না!
তুমি চেয়েছো বলেই হাই—
আমি না হয় হারিয়েই যাই!
নতুবা আমার কি সাধ্য আছে বলো?
তুমিহীনা জীবন কাঁটায়।
ভালো থাকুক তোমার ভালোবাসা,
আমার থাকুক কেবল অমানিশা।