শোন সবে শোন আমার আছে
কী অশুভ জ্বালাতন,
স্বপ্নেতে হানা দেয় সুন্দরীর মন।


তারপরে সেই স্বপ্নে আসে যায়
কে জানো, নীলপরী!
একটু ছুঁয়ে দিতে ব্যাকুলে মরি।


সে লাল আলতায় রাঙানো আঙ্গুলে
আলতো ছুঁয়ে আমায়,
বিলীন হয়ে যেত নিজের পাড়ায়।


এ কেমন স্বপ্ন শুধু ভাবিয়া আকুল
জানি সত্যি হবেনা তবু-
হৃদয় ব্যাকুল, আমার হৃদয় ব্যাকুল।