নম্র ঘুড়ি আজিকার, উড়িতেছ-
তুমি আপনমন লইয়া,
যতনে গড়িয়াছি তোমায়
আমি হরেক গুঁতো খাইয়া।


তীব্র বাতাস বহিতাছে দেখ
উড়িও না বেশি দূর,
আমি মনিব হই-গো তোমার
যাহা দেখাই, ভাবিও সুদূর।


অতিব ক্লেশ বুকে লইয়া আজি
উড়িতে দিয়াছি তোমায়,
দিবস-রজনী তীব্র-বেথা
জানো তো কাঁদাই আমায়।


উদাহরণ কি ভুলেছ!?


সেদিনও ছিল মানবি আমার
কত যে উড়ো-মনে,
উড়িতে-উড়িতে তোমারো সম-
গিয়াছে দূরে'র ক্ষণে।


জানি-আমি জানি!
এই ক্ষণ কভু সমাপ্ত হবার নহে,
আমি যে ক্লেশ বুকে লইয়া আছি
আজিকার কেহ! না না-
পারিবে না নিতে-সহে।