তুমি শুধু আমার লাগি আদি-অন্তহীন,
চিরকাল ধরে তোমার মাঝে রয়ে যাবো বিলীন।
তুমি চাইলে মায়াবী সন্ধ্যা ভরে উঠে আলোতে,
উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে ভালোবাসা—
সন্ধ্যাতারার আলোর পর ঐ মিটিমিটি কালোতে।


তুমি যে আমার বয়ে যাওয়া জলধারা মোহনা,
কতকাল সেথা সাঁতারে-সাঁতারে আচড়ে দিয়েছি
সেসব স্মৃতি কি তোমার মনে পড়ে না?
জানি, মনে পড়ে সব— “বাঁশ বাগানে,
পুকুর পাড়ে, ছাতিম তলের সেই কলরব।”


শুধু এক জনমে ভালোবেসে তোমায়
পূর্ণ হবে না সব অপূর্ণ চাহনি,
তবু এই জন্মে সর্বকালীন মিশে যাবো
যেমন মিশে সন্ধ্যাতারার সনে বিস্তৃত রজনী।