প্রজাপতি তুমি সর্বকালের অধরা মায়াবতী
ডানা ঝাপটানো খেলাই তুমিই অধিপতি।
অনিল সঙ্গে মিশেছ বেশ প্রেমপ্রীতি আচরণে,
উড়েছ সদা— হয়েছ পবনপুত্র অথবা বনপতি।


একদিন মনে হতো আকাশদেবতা তোমার।
শুধু তোমারে দিয়েছে ঢেলে উড়িবার বল,
দিবস রজনী ভেদাভেদ কি আছে তোমার?
আছে শুধু মন কেড়ে নিয়ে— বেদনার ছল।


ফসকে গিয়ে আমার তুমি উড়ে যখন যাবেই
তবে কেন ধরা দিয়েছ বলো মৃদু ক্ষণের জন্য
আমার জানা ছিলনা এই তুমিই ছলনাময়ী
শুধু জানতাম— প্রেমো মাঝে তুমি অনন্য।


জেনে রাখো তবে— তুমি আজো আমার
উড়ন্ত সেই ছলনা সাগরে ডুবন্ত প্রজাপতি,
ফিরে আসো অথবা না আসো; রইবো তোমার।
এ হেতু সার্থক হোক নষ্টেরজড়— রবে আকুতি।