আমিতো প্রিয় কঞ্চিতে থাকা সেই পাতা!
সোঁজা যদি হাত বুলিয়ে দাও দেখবে তবে
ভালোবাসায় আদর মাখা।
আবার যদি উলটো করে হাত বুলিয়ে দাও,
পরক্ষণেই হাতটা দেখবে কাঁটা রক্ত-গাঁথা
ভাবছো বলছি উলটো কথা।


কথা আমার সোজাসাপটা!
তোমার এমন অনেক বিষয় আছে
তোমার নব্য প্রেমিকের তা অজানা,
সবচে' যে বড়ো বিষয় আমি ছাড়া কেউ জানবে না—
তোমার চিত্ত-ভর্তি ছলনা।


ভাবছো বলছি উলটো কথা।
আমিতো প্রিয় কঞ্চি জুড়ে থাকা সেই পাতা
যার সোঁজায় থাকে কোমলতা।
উল্টো করে আদর দিলেই আবার কষ্টে মাখা—
রক্তে গাঁথা যেনো বিষণ্নতা।