আমি নীলাকাশে শ্রাবণের মেঘ দেখেছি,
সেই মেঘ থেকে ঝরে পড়ে ক্ষুদ্র মুক্ত-দানা।
আমি বিশাল আকাশের থেকে মেঘের দূরত্ব
হৃদয়ের মাপকাঠি দিয়ে নিখুঁতভাবে মেপেছি।
অশেষ- সেই মেঘ থেকে আকাশপথের শূন্য,
তাদের বিস্তৃত সেই অমিল; আমি খুঁজে পেয়েছি!
বিস্তীর্ণ আকাশের একঘেয়ে রঙের ছটফটানি,
আরো প্রতিনিয়ত রঙ বদলানো মেঘের চাহনি,
এইসব কিছু হৃদয়ের গভীর ফ্রেমে বন্ধী করেছি।
অতঃপর যা বুঝেছি- ‘এতো মানবজীবন প্রায়,
বহমান সময়ের একঘেয়েমি ভালোবাসা কঠিন,
আর রঙ বদলানো ভালোবাসা প্রতিনিয়ত সহজ!
যারা রঙ বদলাতে পারে তারা উপাধি প্রাপ্ত প্রেমিক।
এদিকে একঘেয়েমি প্রকৃত প্রেমিক; অর্ধ পাগলপ্রায়।’
ঐ একঘেয়ে আকাশ যেমন মিছেকান্না করতে পারবে না,
রঙ বদলানো মেঘ ও কোনদিন আকাশ ছুঁতে পারবে না।
একঘেয়ে জীবনের দুঃস্বপ্ন কোনদিন যাপিত হবে না,
শুধু রঙ বদলানো মানুষ গুলো মিছেকান্না করেই যাবে।