প্রেম করে কি সুখ পেয়েছ ভুবনে?
খেলার ছলে প্রেম করেছি অন্ধকারে
ছলচাতুরী বুঝে নিয়েছি প্রেম প্রহারে,
আমার যখন ভুগতে হতো অল্পতে
মানবী তখন পূর্ণ করেছে শুধু গল্পতে।
আকাশ-চাঁদের প্রেম দেখেছ কখনো?
দেখেছ কি ক্ষণস্থায়ী মেঘের আলাপন?
কেমনে দেখি বলো মোরে সেসব ভুবন!
সে কাছে থাকলে; অন্যত লাগে না মন।


প্রিয়জন আজ নেই কাছে নেই আমার
সে আজ পর হয়েছে, অন্যঘরে ঘর হয়েছে,
অভিমান তার জুড়েছে যেন খুব অল্পতে
প্রিয়'র স্মৃতি নাছোড়বান্দা মোর কল্পতে।
থাকবে জমা; সেদিনের লক্ষ তারার হাসি,
অশেষ থাকবে সেদিনের কথা; ভালোবাসি।