আজ থেকে একশ’ বছর আগে
অনুন্য তিনশ’ কোটি লোক
বাস করতেন এই পৃথিবীতে
যারা সবাই গিয়েছেন পরলোক ।


আমার মা, বাবা, দাদা, দাদী
হয়ত, আপনারও এসকল আত্মীয় স্বজন
পৃথিবীর ঋণ শুধিবার তরে  
পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন !
  
তাঁদেরও জমি জিরাত ছিল,
ছিল সহায় সম্পদ, বাড়ি ঘর
কেউ বেছে নিয়েছেন শশ্মান
কেউ আপন করেছেন কবর ।


তারা এখন সবাই একজাত
অস্তিত্বহীন কেবলই মানুষ
যে যেভাবেই চলে গিয়ে থাকেন
সবাই এখন আকাশে তারার ফানুশ !


এখন আমরা যারা আছি
ছয় বা সাত কোটি নতুন
আমরাও কি তবে থাকব না ?
চলে যাব পিতৃপুরুষদের মতন ?


আমাদের পরে যারা আসবে
তাদেরও কি হবে একই গতি ?
তাদেরও থাকবে বাবা,মা,ভাই,বোন
ওরাও হবে কারো কারো ভগ্নিপতি ?


এসে যদি চলে যেতে হয়
তবে কেন এই যাওয়া আসা ?
এর মূলে কি রয়েছে তবে
নর ও নারীর ভালবাসা ?


ভালবেসে কি তাই নানান অজুহাতে
শরীরকে শরীর কাছে চায় ?
শরীরে শরীরে মিলে মিশে
মৃন্ময়ী মানুষ জন্মায় ?


হয়ত একদিন এই পৃথিবীতে
মানুষেরা হবে মৃত্যুহীন,
জন্ম পদ্ধতি পাল্টে যাবে
শিশুরাও হবে সোহাগহীন !


সোহাগহীন শিশু গ্রহান্তরে যাবে
কেউ ফিরবে, কেউ ফিরবে না
পৃথিবীটা বড় সুন্দর হবে
শুধু অভাব আর ভালবাসা থাকবে না ।


** গতকাল অসুস্থ্য থাকায় অনেকের কবিতায় মন্তব্য করতে গিয়ে এবং নিজের কবিতার প্রতিমন্তব্যে অনেক ভুল ত্রুটি হয়েছে । এজন্য আমি লজ্জিত এবং দুঃখিত । আশাকরি কবিকূল তা সহৃদয়তার সহিত বিবেচনা করবেন । সকলকে ধন্যবাদ । **