কিচ্ছু ভাল্লাগেনা
এই সংসার, চাকরী-বাকরী, কবিতা
এবং তোমাকে ।


কোথাও বসছে না মন
চায়ের টেবিল, কেন্টিনের আড্ডা, বিকেল ভ্রমণ
দামী সিগারেটে ।


বিচলিত হই না মোটেও
প্রাকৃতিক দূর্যোগ, দূর্ঘটনা, মহামারী, ধ্বংস
অজস্র মৃত্যুতে !


ইচ্ছে করে না যেতে
অনীলের লাইব্রেরী, হকের চেম্বার, পোষ্টাপিস
রীমাদের বাসায়-


বিষাক্ত মনে হয়
নাচ, মুদ্রা, গান, যুদ্ধ, প্রেম
কিম্বা সন্ন্যাস !