একটি পাখি ছিল একা
একটি পাখি এল উড়ে
দু’টি পাখির হল পরিচয়
গানে গানে সুরে সুরে ।


একটি পাখি ছিল একা
একটি পাখি এল উড়ে
দু’টি পাখি সারা দিনমান
বনময় বেড়ায় ঘুরে ।


একটি পাখি ছিল একা
একটি পাখি পেল সাথি
সেই উচ্ছ্বাসে দু’টি পাখির
অবিরাম মাতামাতি ।


বৃক্ষ হাসে, ছায়ারা হাসে
আর হাসে তরুলতা
উর্ধ্বাকাশে ঈশ্বর হাসে
রচে’ অমোঘ বারতা ।


ফাগুন এলে একটি পাখি
উড়ে গেল অন্য বনে
বৃক্ষ মলিন ছায়ারা মলিন
সঙ্গীবিহীন পাখির সনে ।


একটি পাখি এখন আবার
একাকী প্রহর গুণে
উড়ে আসা পাখির উড়ুক্কু স্বভাব
বনের বৃক্ষরা জানে ।