আমি এমন-ই এক লোক !
দুঃখ, শোক বড় অদ্ভূতভাবে
পাশ কেটে,
মাথার ডানদিকে কাটি সিঁথি ।
পরাভূত আপনের মত নিজস্ব শত্রুতায়
ডান হাতে ঘড়ি বেঁধে
চলে যাই নিলুর বাসায় ।


এই সবুজ, এই সুনীল, আর এই গদ্যময় নদী
পৃথক দেখিনা যেমন
এই জীবন, তুমি ও প্রকৃতি ।