নাম রাখেনা কিন্ত্ত কামে
এখন সবাই মীরজাফর
বিশ্বাস করে একটুখানি
অসাবধানেই হয় খবর ।


বন্ধু এখন স্বার্থ ছাড়া
বন্ধুর খবর রাখে না
অর্থ ছাড়া অর্ধাঙ্গিনী
সে-ও ভাল বাসেনা ।
স্বার্থ পেলে ভাই ছুঁড়ে দেয়
ভাইয়ের বুকে যম পাথর ।


আগে কথার মূল্য ছিল
কথার বড় মানুষ না
এখন কথা “কথার কথা”
আওয়াজ ছাড়া কিছুই না ।


চন্ডি খুঁজে রজকিনী
রজকিনী চন্ডিদাস
দু’দিন যেতেই সব হারিয়ে
পথে ঘুরে হরিদাস !
প্রেম খুঁজেনা প্রেমিক প্রবর
চায় শরীরের খোঁজ খবর ।