কি ভীষণ অকৃতজ্ঞ তুমি !
বিবেক বর্জিত, বে-হিসেবী, মূর্খ মানুষ
বড় অবুঝ, বড় অবুঝ ! তুমি, সানোয়ারা-


দীর্ঘ নয় বছর কঠিন সংগ্রাম করে
কাঠগড়ায় পাঠিয়ে স্বৈরাচার, গণতন্ত্র দিলাম,
আবার রিলিফ দিতে হবে তোমাকে এখন ?
তুমি কি তকদির মান না ? ভাগ্যলিপি ? ললাট লিখন ?
সহোদরা আনোয়ারা কিম্বা লক্ষ লক্ষ মনোয়ারার মতন
হাত পা খুলে বিবস্র বিভৎসতায়
তুমিও পারতে পতেঙ্গার সমূদ্র সৈকতে- কিম্বা
নিঝুম দ্বীপের লাশের মিছিলে চিৎ হয়ে থাকতে শুয়ে
অথচ, বেশ কৌশলে-সুদক্ষ নাবিকের মতো
সাইক্লোন সেন্টারে উঠে দিব্যি বেঁচে আছ তুমি
কাল ওড়নায় মেখে নুন হাওয়া ।

বধুহারা জেলে, স্ত্রীহারা স্বামী, সন্তানহারা পিতা-আর
প্রিয়া হারা প্রেমিকের কথা ভুলে
সাংবাদিক সম্মেলনে-
তুমি শরীরের গ্যারান্টি চাও
রিলিফের রুটি চাও
বলিষ্ঠ বাহুর বৈধ বেষ্টনী চাও !


তুমি কি জান না ?
ক্ষুধার্ত মানুষের কোন বৈধতা থাকে না ?
যেমন কাফনের কাপড় মিলে না
কোন কোন গণতন্ত্রী লাশের ?


বড় অবুঝ, বড় অবুঝ ! তুমি, সানোয়ারা-



তথ্যসূত্র- “সাপ্তাহিক চিত্রবাংলা” ১০ম বর্ষ,৪৭ সংখ্যা ।