আমি বর্ণমালা, তাই


বিশ্বের সমস্ত ধ্বনি, হরফ জুড়ে


             বারফট্টাই।


তোমার কথা না ভাবা
                             সমস্ত মুহূর্ত
তোমায় না ভালোবাসা


                             সমস্ত ক্লান্তি
বিশ্বাস হারানো যতো


                             অজস্র চিন্তা
অসম্মানের প্রতিটি শব্দের জন্য


আমি বর্ণমালা, আজ


শর্তহীন ক্ষমা চাই ;
আর চাই
             পুনর্জন্ম
যেখানে সেখানে
শুধুমাত্র নিবেদিত কবিতায়,
                  সমর্পিত গানে।