উপমা খুঁজে বেড়ানো কবির চোখে তুলনাহীন ছিলে তুমি।


                        কিন্তু


কব্জির মাপের থেকে বড়ো বেল্টের ঘড়ির মতো বিট্রে করলো সময়।

ট্রেন মিস করা প্ল্যাটফর্মের মতো
পড়ে রইলো জীবন।


                            তবু


বাস প্লাটফর্মে আসবে না জেনেও
ভেবেছি বিমানঘাঁটিতে তো আসেই!


                         হয়তো


পুরোনো পরীক্ষার খাতাগুলোও
একই ভাবে পড়ে থাকতো।


তখন টনক নড়েনি।           এখন
বেসুরো কবিতা লিখে কী লাভ ?