আজ কবিতা নয়; একটা ছবি আঁকব
আতর রঙে ঢেকে দেব না তার অবয়ব
নরম তুলির আঁচড়ও স্পর্শ পাবে না শ্রীমুখে..
পুরোনো স্যাত স্যাতে শেওলা দেয়ালে, পাথর পেন্সিলে এঁকে দেব তার নির্লিপ্ত আঁখি
হয়তো ভেজা থাকবে তার নেত্র,দেয়ালের গলিত বর্ণ হবে তার অশ্রু।
আকুতি থাকবে চাহনীতে প্রশ্ন মনে বলবে কথা সবার সনে।


তবুও সেই নির্লিপ্ত ভাবলেস মুখশ্রী এঁকে দেব পাথর পেন্সিলে।
যদি কেউ পার রং লেপে দিও তার জীর্ণ দেহে
শুষ্ক ঠোঁটে এঁকে দিও নরম আঁচড়।