কবিতা তুমি বড় নিষ্টুর,
যতবার তোমায় আপন ভাবি ততবারই কর পর
যতবার তোমায় যতনে রাখি সিন্ধুকে; ততবার কর দূর বল সর।


কবিতা তুমি তো কোমল; সরল
তোমার রূপে বার বার হই মুগ্ধ


তোমার রূপে হারাই খেই, ভাসি মেঘেদের সাথে
উত্তাল সমুদ্রে তুলি গর্জন, আধো পূর্ণিমায় আঁকি স্বপ্ন।


কবিতা.. সময় বড় সংকীর্ণ
আজ না হয় এটুকুই বাকীটুকু হবে পর।