কিসে এত কষ্ট
মিছে সময় নষ্ট
হবে পথ ভ্রষ্ট
অবশেষে সেই কষ্ট।


রাতদিন সব করে একাকার
পথ চলি কেবলই নির্বিকার
পাশে নেই কেউ দাড়াবার
জীবনটাই এমন কেবলই হাহাকার।


খুঁজে খুঁজে হয়রান সুখ
কে দেখেছে তার আসল মুখ?
যে খুঁজে তারে সেই পায় কেবলই দুখ।
আসলে পুড়ে পুড়ে হও ছাই সেটাই নয়কি সুখ?


আসো খুঁজি শান্তি
দূরে ঠেলি অশান্তি
ভুলে যাই ভ্রান্তি
মুছে সব ক্লান্তি।