বন্ধু আমার মন কাড়ে যে
অসাধারণ লেখা কাব্যে,
আমার মনও লিখার আগে
সদা সর্বদা ভাববে।


কষ্ট মনে ধরে রাখলে বন্ধু
বন্ধুত্বটা যাবে খসে,
সারা জীবন কষ্টে রব
একক মনে বসে।


ভালোবাসে সবাই তারে
ভাল বন্ধু হলে,
সব ভেদাভেদ মুছিয়ে দেয়
কষ্ট গুলো ভুলে।


প্রাণের টানে বন্ধু কিনা
লেখার টানেই বন্ধু,
কষ্টগুলো দূরে ঠেলে
গড়ি প্রেমের সিন্ধু।


বন্ধু আমার থাকে দূরে
কাব্য পড়ে মনটা ভরে,
এমন বন্ধু পায় ক জনা
আমার তাহা নাহি জানা।


কবি বন্ধু কেবলই পাতায়
নাই যে আশে পাশে,
অপূর্ব সব মন্তব্য দিয়ে
মনটা ভরে উল্লাসে।


এমন বন্ধু সারা জীবন
চাই যে আমার পাশে,
শত শত ব্যথা থাকলে
তারাই দুঃখ নাশে।


ভালোবাসি বন্ধু আমি
ভালোবাসি সুখ,
কেউ নিয়ো না কষ্ট মনে
অল্পতেই বাড়ে দুখ।


পাতায় যারা বন্ধু আমার
থেকো সাড়া জীবন,
এমন কিছু নেই গো দেবার
কাব্য পাঠেই ভরো মন।


আমার লেখা বাসলে ভালো
রেখো শুধু মনে,
এর চেয়ে কিছু চাই না আমার
থাকব প্রফুল্ল প্রাণে।



কাব্যের মম্তব্য পাঠ করতে করতে এই কবিতাটি লিখলাম। তাই এই আসরের সকল প্রিয় বন্ধুদেরকে হৃদয়ের অন্তস্থল হতে এই ক্ষুদ্র উৎসর্গ। শুভকামনা রইল।