অনন্ত প্রহর কাটাই একেলা
বিহঙ্গ মন উড়ে উড়ে যায়,
পাছে ভয় মুখ থুবড়ে পরবার।
তবু সাথি করি একাকীত্ব, কিছু অমূলক ভাবনা
যারা প্রত্যহ দেয় সঙ্গ। সুখ নিদ্রা কামনা বাসনা আসে মনে।
হোক না এক পশলা বৃষ্টির মতো..
তবুও অনাহারী মন শুষ্ক মরুভূমি দিকে চেয়ে থাকে শুধুই অজানায়।
পরতে পরতে জিজ্ঞাসার চিহ্ন উঁকি মেরে যায় মন গহনে
হয়তো কারো অভিনয় কাছে আসার,
কিন্তু ঐ অন্তপুরের মন বুঝে রহস্য।
উদ্দ্যমী ভাবনারা পাখা ঝাঁপটায় মধু বনে।
সুর তুলে গান গায় কোকিলেরা অবসন্ত মাসে শিমুলের ডালে।
কানে বাজে কেবলই মন আতঙ্ক বিষাদের বিভৎস সুর।
ছুঁইয়ে যায় অনন্তের পথে নিরালায়।
যেখানে তিতিক্ষা তীক্ষ্ণ মনের
অপার্থিব জীবনের নীরব প্রত্যাশা।