বিশে বিশ দিল বিষ
জীবন যখন ক্ষত বিক্ষত
বিশ্ব জুড়ে মৃত্যু কলোরব
এখনো রয়েছি অক্ষত।


মুখে মাক্স হাতে গ্লাভস
তবুও পেয়েছি কি রক্ষা,
ক্ষণে ক্ষণে হাত ধোয়া
ফুসফুসে খুস কাশি রূপ যক্ষা।


পদে পদে আতঙ্ক
এই বুঝি দিল হানা,
শতবার হাত ধুই
তবু কি মানছে মানা?


একুশের কাছে
শত শত আশা,
নেবে ফিরায়ে শোক,
বেদনারা সব যাবে ফুরায়ে
পাবো ফিরে আবারও নতুন সুখ।


আলো আঁধারি মন
এই নিভে জ্বলে,
পুড়ে পুড়ে হয় ছাই,
দ্বগ্ধিত ক্ষত যন্ত্রণা হত
পেয়ে যেনো না হারাই।