বুকের ভেতর আগুন জ্বলে
অন্যায়কে আপোস করতে
পারি না বলে।


বুকের ভেতর আগুন জ্বলে
মিথ্যার জয়গান ও মিথ্যুকের
সাথী হতে হয় বলে।


বুকের ভেতর আগুন জ্বলে
স্বার্থপর এই জগত জুড়ে স্বার্থপর
মানুষগুলোর পাশ কাটিয়ে
যেতে পারে না বলে।


বুকের ভেতর আগুন জ্বলে
অন্যায়ের বেড়াজাল দুহাতে
ভাঙতে পারি না বলে।


বুকের ভেতর আগুন জ্বলে
সমাজের নোংরা আর কদর্যকে
পায়ে মাড়িয়ে মেতে পারিনা বলে।


বুকের ভেতর অনবরত
তুষের আগুন জ্বলে আর নিভে
সবকিছু সহ্য করতে হয় বলে।


তাই একটাই প্রার্থনা...
হে বিধাতা করো মোরে মার্জনা
গহীন অন্ধকারে শেষ আলোর বর্ণ ছড়াও
দ্বিগুণ আলোর বন্যা বহাও।