মনের অতি গোপন পাজরে অকষ্মাত ঘটে বজ্রঘাত
           ব্যাথার পাথর থর থর রবে হয় প্রকিম্পত;
                    হাহাকারের করুন সুর
                  প্রতিধ্বনীত হয় হৃদপিন্ডে,
              হতাশার পাহাড় দীর্ঘ হতে হয় দীর্ঘ
         চারিদিকে কেবলই শুনি বিদ্রুপের ধাপাধাপি;
              চরম ব্যাথায় কাতর আমি পারছিনা
               তরঙ্গায়িত স্রোতস্মিনি পারি দিতে’
                      হয়েতো তলিয়ে যাব  
                         অতল গহব্বরে;
                নয়তো অমানিষাময় অন্ধকারে ৷
                    শত্রু শতাধিক করতালি
                    আর ঠাট্টার বর্ণছটায় বিবর্ণ।
                      মধ্যাহ্নের তপ্ত কিরণ,
                    থেকে থেকে দেয় ধিক্কার ৷
                 আমি নিরব মনে আস্বাধন করি
                     আর্তনাদের মৌন প্রতাপ;
            শুন্য বাতায়ন একে একে প্রতিভাত হয়
                       ভয়ঙ্কর আক্রোশে।
                   আশার রাজ্য মুখ থুবরে
                     আশ্রীতা হয় হতাশার;
                  আমি কেবলই তলিয়ে যাচ্ছি...
                    চোরাবালির মহাশশ্বানে।
                    তবুও এক টুকরো স্বাদ
              তিক্ত পৃথিবীর গহীন অরণ্য পারাবার।