প্রতিবাদের কলমটা না হয় হোক সুঁচালো...


ইচ্ছে করে মুষ্টি হাতে ভাঙ্গি
অন্যায়ের প্রাচীর, ছিনিয়ে আনি বখাটের
হাতে অস্ত্র, যারা নিরিহের রক্ত ঢেলে করে ফূর্তিবাজি।


ইচ্ছে করে মশার মত থাপরে মারি
কামুকমনা নর পিচাশটাকে, যারা শিশুর মত
কোমলমনা বাধ রাখে না কাম অর্চনায়।


ইচ্ছে করে আঁধার রাতে দিই জ্বালিয়ে আলো
অন্ধকারে মন্দ রসে ছুটছে যারা দিকবিদিক,
আলোর রেখায় স্বরূপগুলি হোক না প্রচ্ছদিত।  


ইচ্ছে করে জ্ঞানের প্রদীপ হোক
প্রজ্জ্বলিত, শিক্ষানুরাগী হাতে যারা ত্বত্ত্ব খুঁজে
রত্ন তুলে মানব জীবন স্বার্থে।    


ইচ্ছে করে রক্ত বীর্যে ছড়িয়ে দিই সত্য,
সাহস আর ন্যায়ের বীজটাকে। সময়ের
সাথে উঠবে জেগে পূব আকাশে হেসে।