সবাই চাই স্লিমি গড়ন
কেউ চায় না ফ্যাট,
কেউ চায় না কুঁড়ে ঘর
চায় যে সবাই ফ্ল্যাট।


সবাই চাই মনোরম গাড়ি
সাথে রাজ বাড়ি,
সুন্দর বসনে থাকবে পাশে
কয়েক ডজন নারী।


সবার চাওয়া রূপ ললনা
হাঁটবে পাশা পাশি,
গৃহে থাকা সুখ সাধনা
হোক না মোটা মাসি।


এমনই তর জীবন যুগ্ধে
হয়েছে অবলা নারী,
আদিম পোশাক ছেড়ে এবার
আধুনিক পোশাক পরি।


সবাই চাই আধুনিক ছোঁয়া
থাকবে রূপ লাবণ্যে,
পোশাক আসাক মন জুড়াবে
চাকচিক্য ড্রেস পরনে।


নারী যদি শাড়ি ছেড়ে
পরে জিন্স/স্কার্ট,
সবাই দেখে বলে তারে
লাগছে ভেরি স্মার্ট।


মুরব্বী গোছের লোক জনেরা
তাকায় অন্য চোখে,
কাই নজরে তাকায় তারা
চোখে চশমা রেখে।


এই হচ্ছে আজব দুনিয়া
পর্যালোচনার ঘর,
নারীও চায় গড়বে সংসার
হবে আপন বর।