প্রেম কেন ক্ষীণ হয়
কষ্ট বিশাল দীর্ঘ,
নরক দহনে পুড়তে পুড়তে
মিলবে কি স্বর্গ?



পৃথিবীতে এত সুখ
নাহি যায় ধরা,
কল্প মনে ভাবি বসে
সব যেন অধরা।



কষ্টগুলো গ্রীষ্মকাল
সুখ মাস বসন্ত,
হতাশারা শীতের মতো
করে মন অশান্ত।



বর্ষায় ভরা নদী
ভাসে মন আকাশে,
হৃদয় কাননে ফোটে ফুল
যায়কি তখন প্রকাশে?



জীবন খানি অতি ছোট
বড় আশা মনে,
সব আশা যায়কি পূরণ
ছোট্ট এক জীবনে?