অসীম প্রকৃতির বুক থেকে
এক টুকরা সবুজ এনে রাখালাম
ছোট্ট ব্যালকনি কোলে,
প্রাণবন্ত হয়ে উঠল মুহূর্তে;
সবুজের জীবন্ত শাখায় দেখি
প্রজাপতির রঙ ছড়ানো ডানায় সকালের স্বর্ণালো..
কখনো দেখি বৃন্তে বৃন্তে বসন্ত বার্তা নব যৌবনা ফুলের কুঁড়ি
কখনো শুনি ছোট্ট টুনটুনির অভিমানী কণ্ঠ। বুল বুল নেচে যায় গান গেয়ে
কখনো বা শুনি শালিকের আবদার প্রিয়জনকে কাছে পাওয়ার সুপ্ত বাসনায়।
এমনই ক্ষুদ্রানুভূতি আমার হৃদয়ে ভাল লাগা ভালোবাসা প্লাবন তুলে বার বার।
স্নিগ্ধ মন সুখ ভাবনায় প্রতিনিয়ত হয় শিহরিত..