যার একটা শুদ্ধ হৃদয়ের অভাব
সে বড়ই দূর্ভাগা। সেই অন্ধকারে
বসবাস কারী নষ্ট মানব।


এরা শুদ্ধ সমাজ বিনষ্টকারী কীট।
এরা ভয়ঙ্কর, এরা কালনাগিন।
এরা ওৎ পেতে থাকে নির্জন রাস্তার
বাঁকে। এরা অন্ধকারে নোংরা
আরশোলার মত ময়লা করে ঘাটাঘাটি।


এরা দিনের আলোয় নূপুর পরে,
অন্ধকারে বিড়ালছানা ঘাপটি
মেরে থাকে। এরা সুযোগ বুঝে
ঝাঁপিয়ে পরে নরম মাংসের খোঁজে।


এরা খোবলে খায় রসনা পায়
বেশামাল আমোদে। এরা আলোর
পথে আঁধার নামায় নিজ স্বার্থ লাভে।
এরা সময় বুঝে ওগলে দেয়
মুখোশ ঝুলে গলে।


পূর্বাকাশে আলোর উদ্ভব দেখলে
এরা লেজ গুটিয়ে গর্তে ঢুকে পরে।


তাই সতর্কতা আবশ্যক।
পরতে হবে সততার পোশাক;
তলোয়ার হাতে লড়তে হবে,
রুখে দাঁড়াতে হবে সকল
অপশক্তি নিজ বাহুবলে।