হে মানব আর কত দেখব
তোমার অধঃপতন?
আর কত নামবে
অন্ধকারের অতল আঁধারে?


কান পেতে শোন সমুদ্র সুনামির
মত আসছে ধেয়ে মৃত্যু কলরব।
চোখ তুলে দেখ ভয়াল আঁধার  
আসছে ঘনিয়ে তোলপাড় চারিধার।
লাশের সাড়ি হচ্ছে সুদীর্ঘ।


তোমার পাপের ভারে পৃথিবী
আজ টলমল। দিকে দিকে কেবলই
আহাজারি। মৃত্যু যন্ত্রণাময় কাতরানি।


ক্রশাহত মোশিহের নির্লিপ্ত
দৃষ্টি দুহাত প্রসারিত।
পোড়া চোখে রক্ত অশ্রু
ঝরছে অনরত।  


কর্ণপাত কর মধ্য রাতে
অদূরে ভেসে আসা কুকুরের
করুণ আর্তনাদ। দিকে দিকে হাহাকার,
বিধগ্ধ যন্ত্রণার সমাহার।


হে মানব তবুও কি চিরে না
তোমার পাষণ্ড হৃদয়?
তবুও কি চিত্ত দহন হয়
নাকো তোমার একবার?


হে মানব উঠ, জেগে উঠ
উদাসী দৃষ্টি কর প্রক্ষালন।
চকমকিয়ে উঠ মশাল হাতে
আলোর বার্তা  নিয়ে।
ছড়াও দ্যুতি, অগ্নিস্ফুলিঙ্গ
অমানিশার অন্ধ নিশিতে।


পবিত্র বাসনায় মন কর শুদ্ধ
উষার প্রভাতে। শত পাপ পঙ্কিলতা
উঠ ছাড়ি হও আলোর দিশারি।