হ্যালো থামবি নাতো
ধরবো ঠেসে?
বুঝবি তখন
জীবন কেমন নাভিশ্বাসে,
অনর্থ ঐ জোয়াল কাঁধে
আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে।


বলছি আবার
থামতে তোকে,
ঠোঁট টা যখন ধরবো চেপে
বুঝবি তখন জীবন খানি
অবিশ্বাসে উঠছে কেঁপে।


ভয়তো তোর নেইতো প্রাণে
বুঝবি কেমন জীবন মানে?
ক্ষমতা যখন আমার হাতে
অসময়ে ধরবো না হয় হাতে নাতে।


সত্য আর ন্যায় দূর করে দে,
আরে সত্য আর ন্যায় দূর করে দে,
মিথ্যা দিয়ে জীবন সাজা,
দেখবি সেদিন তুইই রাজা।


ধর্মতো নয় প্রাণের বিষয়
ওটা কেবল মুখের বুলি,
চুন থেকে পান খসলে পরেই
উড়িয়ে দিবি মাথার খুলি?
এইতো তোদের প্রাণের আশা
মাথায় কেবল গোবর ঠাসা।


ওরে থামবি এবার?
মুখটা তোর ধরবো চেপে...