হে বিদ্রোহী বীর আবার এসো ধরায়
সুর তোল বাঁশের বাঁশিতে।
ঝংকার তোল কবিতার পরতে।


তোমার কালজয়ী অবিনাশী সুর
বন্দিত হোক দিকে দিকে।
বন্ধ হোক অত্যাচারির অশনি খর্গ।
মর্মে মর্মে বাজুক তোমার প্রতাপি কণ্ঠ।
তোমার নির্ভিক কলমের কালি
ছড়িয়ে পরুক প্রতিটি মানব জমিতে।


মানব আত্মায় ছুঁয়ে যাক ন্যায়ের দর্পন।
প্রজ্জ্বলিত হোক শুভ্রর জ্যোতির পরশে।
দলিত হোক মন্দ বন্দনা পাপ পঙ্কিলতা
ধ্বংস হোক অহংকার, কুসংস্কার দম্ভ যাতনা।


হে বিদ্রোহী বীর আবার এসো ধরায়
সুর তোল বাঁশের বাঁশিতে।
ঝংকার তোলো কবিতার পরতে পরতে।


গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
জাতীয় কবি নজরুল ইসলাম এঁর ৪৫ তম প্রয়াণ দিবস


আজ হঠাৎ চোখ পড়ল আমার কবিতার সংগ্রহশালায় দেখি ৪০১ একটি কবিতা। অবাক হলাম। ধন্যবাদ জানাই মাননীয় এডমিনকে যার মহানুভবতায় যাই লিখেছি তাই কবিতা হয়ে রইল আপনার বিশাল ভাণ্ডারে।