যদি বাড়াও হাত বন্ধু হব,
মিশে যাব তোমাতে,মিতালী হবো আমরা গভীর অনুরাগে। বর্ণালী আলোয় হব স্নাত।


প্রখর রৌদ্র কিরণে আগলে রাখব তোমার মায়াবী কোমল লকলকে বাহু। পুড়তে দেবো না এত্তোটুকু ঐ প্রবল প্রতাপী তাপে।


যদি বাড়াও হাত বন্ধু হব। ভিজে যাবো দুজনে আকাশ নীলা জলে। ভেজা রূপের মাধুরীর ছড়িয়ে পরবে দিকে দিকে। বেহুলা বাতাসে দোলবে সবুজ ভুবন।  অবহেলা অবসাদ হবে দূর। ক্লান্তিরা পালিয়ে যাবে দূরাকাশে। তোমার বিলাসী কাণ্ড জুড়ে নামবে সবুজের ঢল। তুমি নিগুঢ় সুখ করবে আস্বাদন।


যদি বাড়াও হাত বন্ধু হব। বসন্ত ছুঁয়ে যাবে হৃদয় কাননে। বিদায়ী বসন্ত ভরবে তোমার আঙিনা, বলবে কথা কানে কানে, মৌ মৌ গুঞ্জণে মাতাবে ভুবন রাশি রাশি। পূবালী বাতাস প্রচ্ছদ এঁকে যাবে তোমারই সুখ আচ্ছাদনে। কোকিলের কুহু তান রচিবে সুর ঝঙ্কার। তোমার চৈত্রে পোড়া তপ্ত তপষী মন হবে সাবলীল।


যদি বাড়াও হাত, বন্ধু হও মিশে যাব তোমাতে। মিতালী হবো আমরা গভীর অনুরাগে। হারাব ক্ষণে ক্ষণে নিশি জাগরণে পত্র পল্লবে সুগভীর বিশ্বাসে।


বি:দ্র:
কবিতাটি লেখার প্রেরনা পেলাম একটি ছবি দেখে যেখানে একটি হাত গাছের কান্ডের সাথে হ্যান্ডসেক করছে।