সুপ্ত হৃদয়ের অব্যক্ত কথার ফুলঝুড়ি
ছড়িয়ে দিতে চাই...


সোনালী আলোয় উচ্ছসিত ভোরের স্নিগ্ধতা
আর প্রখরতা মিশ্রিত আবহমান
পৃথিবীর প্রান্ত জুড়ে ৷


ছুড়ে দিতে চাই... ...
মৃত্তিকার অনন্ত গভীরে ভাসমান
ভূ-প্রকম্পিত আগ্নেয়গীরির অগ্নুত্পাতে..


চাই বিচ্ছুরিত হতে...
তীব্র আবেগে অমাবস্যাময় অন্ধ নিশিতে
ধুমকেতুর ন্যায় উজ্জ্বল ঝলকানিতে ৷


খন্ড বিখন্ড হৃদয়ের--
টুকরো টুকরো ব্যথাময় জ্বালা যন্ত্রণা আর
হাহাকারের সু-করুণ আর্তনাদে,
সুর তুলতে চাই বাঁশের বাঁশিতে ৷


ছড়িয়ে দিতে চাই...
অমানিশার অগ্নিদ্বগ্ধিভূত স্ফুলিঙ্গ
কালো ধূয়ার আবেশে ৷


ভয়ঙ্কর আক্রোশে গর্জে উঠেত চাই
তরাঙ্গায়িত ঢেউ হয়ে চঞ্চলহীনা
অলস শান্ত দীঘির জলে।


পারব কি আজ সাদা কাগজের পরতে পরতে
কালো কালির আরশীতে ছন্দহীনা বন্দনাতে
সাহিত্যাকাশে নিজের নাম লিখাতে?