কথায় কথায় কাব্য কথা
এ যেন মগজ ঠাঁসা,
কলম ধরি যখনই খাতায়(হয় কাব্য)
হয়না লিখা পাতায়।


কেমন মন হল আজ
মাথায় পড়েছে বাজ,
সাত সকালে উঠেই সকাজ
অরূপ রূপে সাজ।


কাব্য হোকনা যেমন খুশি
মন দোয়ারে বেড়াল পুষি,
বেড়াল বড়ই সেয়ানা
যখন তখন বাহানা।


উঠলে মাথায় রাগ
মেরে করি ফারাক,
আসেনা আর কাছে
দূর থেকে ভালবাসে।


যতই ঠেঁলি দূরে
ভালোবেসে আকড়ে ধরে,
এমনই যদি হয়..
পায় কি আর ভয়?


আবারও কলম ধরি খাতায়
কবিতা দিলাম পাতায়,
যদিও হল তার ছাঁই
মনে প্রলাপ হায়!!