মৃত্যু নদী গোঙ্গরায় শুকনো বালুচরে,
বেঁচে থাকার স্বাদ হারায় নিমিষেই।
নিশ্চহ্ন হবার আতঙ্ক
কুরে খায় দেহ মন।


কালো রাত্রির আবরন
ধরণীতলে করে বিচরণ।
এই বুঝি করে সর্বহরণ।


ঠুনকো জীবনের এত ভাবাবেগ,
এত সুখ প্রেম, এত প্রাপ্তি আজ
কেবলই বিলুপ্তির কাঠ গোড়ায়।
হাহাকারের ক্রন্দন ঢেকুর
তোলে আতঙ্ক মনে।


হে আমার প্রভু সমগ্র বিশ্ব ভ্রমাণ্ড
তোমার নিপুণ হাতের আঁচড়।
তুমিই তার নির্মাতা। তুমি যা স্থির
করবে কে পারে তা খন্ডাতে?