গোপন আতঙ্ক কুরে খায় মানব মন
হতাশার ধুম্রজালে ভাসায় চিত্ত।
ডানা মেলে উড়ে চলা ভালোবাসা
পাখা ঝাপটায় বন্দী খাঁচায়।
অদূরে ছুটে চলে নির্মিলন দৃষ্টি
আঁকে কল্পহীন মৃত্যুর ছায়াপথ।
অ-সুখের আগাছারা লকলকে বিস্তির্ন
অকৃত্রিম ভূবনের বিশাল বারান্দায়।
দূরত্ব ঘুচায় আকুল আদিমতা
ক্ষীণ প্রদীপের শেষ শিখায় আলোর তারতম্য।
এই বুঝি আঁধার ঘুচিয়ে নতুন আলোর বিজয় কেতন।
প্রত্যাশার নেত্রে আছরে পড়ে জলের কণা
চিক চিক করে ছোঁয়ে দেয় ক্ষীণ আলোর রশ্মি।