খোকা থাকে দূর দেশে
নেই কোন খোঁজ,
বাবা মা উপোষ করে
দেয় বিলিয়ে ভোজ।


খোকার চিন্তায় ঘুম হারাম
মায়ের মনে শোক,
বাবার মনে পাথর চাপা
বেঁধেছে দেহে রোগ।


একটা মাত্র চাঁদের কণা
পড়তে গেছে বিদেশ,
দশটা বছর গেল পেরিয়ে
আজও ফিরল না দেশ।


খোকা আমার কোথায় গেলি
করনা একবার ফোন,
তোর ব্যথায় কাঁদছে কেমন
ছোট্ট সোনা বোন।


হঠাৎ একদিন টিভির স্ক্রিনে
দেখলো খোকার ছবি,
খোকা নাকি ভুলের বশে
করেছিল বেয়াদবি।


সেই ভুলেতে খোকা এখন
টানছে জেলের ঘানি,
নিজের ভুলে বাবা মায়ের
করছে মানহানি।


না বুঝে খোকা করেছিল
ছোট একটা ভুল,
সেই কারণে দিতে হল
বিরাট ভুলের মাসুল।