কি করে সুধাই বলো মোর হৃদয়ের কিছু কথা,
তিক্ত যাতনায় বিরহ বাড়ায়, বাড়ায় মনে মর্মব্যথা।
তবুও চাই মন গোপন ঠিকানা করে ভর করি অর্পণ,
সুপ্ত ভালাবাসা ব্যক্ত করি, করি নিজেকে সমর্পণ।
এ মন চাই উজার করে দিতে সবটুকু ভালোবাসা,
হতে সিক্ত তব প্রেমে ভয় ভেঙ্গে সকল দূরাশা।
হয়তো হবে না তবুও মন গোপনে বাসে ভালো
প্রত্যাশায় খুঁজে নতুন দিনের নতুন সূর্যালো।
প্রতি প্রভাতে প্রতি নিশিতে থাকি চেয়ে পথপানে
প্রস্ফুটিত হবে কি নিষিক্ত পল্লব ঐ সুপ্ত কাননে।
আলো আঁধারীর পথ যে আমার নাহি হয় শেষ,
কত যাতনায় পুড়ছি কেবলই রয়ে রয়ে ক্লেশ।
তবুও সুখ দেয় না ধরা ছুটে চলে দুরন্ত ঘোড়া
আমি রই চেয়ে চোখের জলে অভাগী চিত্ত পােড়া।