কিসে এমন দুঃখ বল
কেন বৃথা সময় নষ্ট,
কবিতার ভাষায় কত কথাই হয়
কেন পেলে এত কষ্ট?


রসিক বুঝে রসিকের কথা
প্রজাপতি চেনে ফুল,
হৃদয়ে থাকলে ভালোবাসা
দূরে যাবে সব ভুল।


প্রিয় ভাই বন্ধু অতি শ্রদ্ধাভাজন গণ
এসো সবাই একাত্মায় ভালোবাসি,
ময়লা দিয়ে ময়লা যায় না ঢাকা,
এসো ফুল কমলে ভাসি।


উপরের দিকে ফেললে থুথু
নিজের উপরই পড়ে,
গুনীজনেরা একথা কয়
জ্ঞানীরা সবাই তা স্মরে।  


আসুন সবাই যীশুর মতো ক্ষমা
সুন্দর চোখে দেখি সব ভুল,
মুছে যাবে ব্যথা বেদনা
মৌমাছিরও হুল।