আজ মনে একটুও ভাব নেই,
লিখি কোন কাব্য;এমন ভাব এলে
      মনে ভাবি কবিতা তোমায়
      কি হারাতে চলেছি?


       মৌন মনে কবিতা বলে যায়,
       সুখ এলে আমি হারাই
          দুঃখের মাঝেই আমার বাস
দেখো না আমায় নিয়ে কত
জনে করছে পাগলামী করছে অভিলাষ।


          তুমি সূখী হও তোমার সুখে আমি ভাসি
          ভেবো না তবে আমি সর্বনাশী..


তোমার তরে আমি আছি থাকব চিরকাল
তবে হইয়ো না যেন সর্ব ত্যাগী সন্নাসী!


          মুগ্ধ মন আবারও প্রতিক্ষা কবিতা
          তবে দাও দেখা তোমার--


তোমায় নিয়ে পারি দেব সাত সমুদ্দুর
       নয়তো মেঘের কোলে বাঁধব বাসা
     পূর্ণ করবো তোমার সব আশা ও প্রত্যাশা।