নৃত‌্যের তালে তালে রূপসী হরিণ
তীব্র পিপাসায় করে খোঁজ জলের,
মাংস খেকো সিংহ কি কখনো বুঝে তৃষিতের আর্তনাদ?
ওরা শুধু নিজেকেই জানে।


তাইতো ছিন্ন ভিন্ন করে,
রক্তাক্ত উলঙ্গ দেহের উপর করে বিজয় কেতন।
স্বাদ নেয় চুষে চুষে টকটকে লাল রক্তের..