মাগো আজও তোমার ঘর্মে ভেজা সিঁদুররঙা গন্ধমাখা আঁচলখানা,
জড়াই বুকে ক্ষণে ক্ষণে সে আদরে নেইতো মানা।


তুমিই আমায় সপ্ত সুখ উজারে দিলে এই বুকে,
স্মৃতি তোমার জড়িয়ে বুকে থাকব মা চিরকাল সুখে।


তোমার হাতে মাখানো ভাত আজো আনে মুখে স্বাদ,
তোমার তুলনা তুমিই মাগো মিল পাই না কারো সাথ।


মাগো মা তোমার স্মৃতি কখনো কাঁদায় কখনো হাসায়,
দেখিয়ে গেলে জীবন দিয়ে মানব প্রেম প্রীতি ও ভালোবাসায়।


এমন মা আর হবে না জগৎ কিংবা ধরায়,
মাগো তোমার স্মরণে গড়ব মিনার স্মরবে সবাই পরম্পরায়।