প্রভাত লগ্নে বেলকুনী গ্রীলে
সাদা কালো দোয়েল পাখিটা
       মনোহারিনী মৃদুলা কণ্ঠে
       গান শুনিয়ে যায়..


আচমকা তন্দ্রামন এক নিদারুণ
ভাল লাগায় মন ছুইয়ে যায়..


     আনমনে তাকিয়ে
     থাকি জানালায়..


গতরাত ছিল নির্ঘুম!
যতবার ভাবি ঘুমিয়ে যাব


     নিদ্রাদেবী ভর করে চোখের
     পাতায় মায়াবী আদরে,


অমনি কিছু মন আতঙ্ক বিভৎস স্বপ্ন
খুঁচিয়ে তুলে ঘুমন্ত অবয়বকে,


এখনও রেশ কাটেনি
অর্ধ ঘুমের..


সূর্য মৃদু হেসে উঁকি দিয়ে
জেগে উঠে পূর্বাকাশে


প্রস্ফুটিত দিন ঝলমলিয়ে উঠে
সোনালী আলোর বর্ণে।


     আমি মুগ্ধ মনে তাকাই অদূরে
       সৃষ্টির সৌন্দর্য উপভোগে,


দক্ষিণের স্নিগ্ধ সমীরণ খোলা
জানালা দিয়ে সুর সুরিয়ে ঢুকে;


তীব্র প্রশান্তি জাগে মনে শিহরীত হই ক্ষণে ক্ষণে
ভুলে যাই নির্ঘুম রাতের মন আতঙ্ক স্বপ্নের আঁচড়।