সুখ খোঁজনা সুদূর বনে
লুকিয়ে দেখো ঘরের কোণে।
একবার মেল চোখ,
হবে না মন বিমুখ।



কেউ সুখী নয় এই জগতে
সবাই মাতে কাম ভোগেতে
ভিতর বাহির সবটা চাই
সুযোগ বুঝে ছুটে পালাই।        



ভেজাল খাদ্য খাচ্ছি বেশ
নানান রোগে ভুগছে দেশ,
শান্তি নাই মনে,
উল্লাস দেখো খুনে।



শান্তির খোঁজে চিরছি গলা
আসল কাজে জল ঘোলা,
ধরি মাছ না ছুই পানি
বলদ গোবর টানছে ঘানি।