কেন এত বার বার ডেকে যাও মোরে,
মরুময় জীবনটা নেই তো অবসরে।
পদাঘাতে পতিত আছি হয়ে একজনা,
স্তুপ ভেবে ময়লায় ফেলে যায় আ বর্জনা।
আমি অতি দুঃখী করি সুখের ভান,
মৌন মনে খুঁজি তারে পায় দেহে প্রাণ।
যতবার পাই সুখ তত বারই হারাই,
দুঃখটাই চির সাথী তাকে নিয়ে বেড়াই।
সুখ এসে বলে যায় বসন্ত কানন,
আমি তো রুক্ষ্ণতায় কাঁটা যুক্ত বন।
মৌমাছি গুন গুনে গেয়ে যায় গান,
ব্যথা যার চির সাথী তার আবার মান!
তবুও মন ছুটে যায় খুঁজে শুধু প্রেম,
পায় কি সহজে তারে অপেক্ষায় ব্লেম।