ক্লান্ত পথিক গাছের তলায় নিচ্ছিল বিশ্রাম
হঠাৎ মনে প্রশ্ন জাগলে মন করে আনচান;
ভাবনার মানসে আরোপিত প্রশ্নাবলী বুঝে ছিল গাছ
তাইতো সে নিরব মনে করেছিল প্রকাশ।


                      ২
    পথিক :      ওহে তোমার নাম কি ?
      গাছ :             ফলে পরিচয়,
    পথিক :           ফল যে নাই-
      গাছ :    সর্বোচ্চ শাখায় দেখো চেয়ে তাই ,
    পথিক :  সত্যিই তো তাই! পাতাহীনা গাছ তুমি
                        দাড়িয়ে আছ ঠাঁই ৷
      গাছ :   দুঃখে কাতর মর্মর আমি এভাবে বলিও না ভাই,
    পথিক : সর্বোচ্চ শাখায় রাখিয়াছ তুমি একটি শুকনো ফল?
      গাছ :   ঠাট্টা বিদ্রুপে আর আমায় করিও না দুর্বল।
    পথিক :   তুমি আছ বেঁচে তাই পাতারা কোথায়;
                    বলোতো শুনি কেচ্ছাখানি ?
      গাছ :   তীব্র দহনে জর্জরিত হয়ে সপিঁছে জীবন
                      মাটির স্তুপে হয়ে আত্নগ্লানি।
    পথিক :   ফলে যদি নাই বা মিলে তোমার পরিচয় ?
      গাছ :  নিরাশার মাঝে বেঁচে থাকা ভাই দিওনা মৃত্যু ভয় ৷
    
                         ৩
পথিক এবার নিমগ্ন হয়ে ভাবছে গাছের ব্যাথা
কি এমন কারণে মর্মর হয়েও বেঁচে আছে সে সেথা?
              অবশেষে উত্তর মিলেছে
              বাল্য বন্ধু রতনের কাছে ৷
ব্যাথাতুর গাছের মর্ম ব্যাথা যখনই করেছিল লাঘব (পথিক)
     এ যেন গল্প নয়কো হয়েছিল বাস্তবতার সরিক ৷
পথিক ভাবে প্রেয়সী তার নিয়েছিল ঠাঁয় বটবৃক্ষ তলে
কত ব্যাথা পেয়েছিল সে যে কেঁদেছে চোখের জলে ৷
         প্রিয়তমা আমার ফাঁকি দিয়ে আমায়
                   চলে গেছে বহুদূর ৷
      তারই ব্যাথায় সিক্ত নয়ন; কন্ঠে করুন সুর ৷
      ভাবতে ভাবতে পথিকের মন করে উঠে ছটফট
চিন চিন করা বুকের ব্যাথাটা হঠাৎ বিগরে উঠে হয় এটাক হার্ট।
        সংগে সংগে লুটিয়ে পড়ে পথিক মাটির স্তুপে ৷
এ যেন মৃত্যু নয়কো; দুজন দুজনায় ভালবেসে আছে পরম সুখে ৷


                        ৪
এত দিনে গাছ প্রিয়জনের ব্যাথায় একাকী করেছে শোক
      আজ যেন সে মনের সুখে খুলেছে তার মুখ ৷


         গাছ:  হৃদয়ে হৃদয় মিলিয়ে দিয়েছি
                     শেষ হল দায়ভার,
              আমিও এখন চলে যেতে চাই
                      অনন্ত পারাবার ৷    
                                                  
                         ৫
অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকে বাল্য বন্ধু রতন
         একি গমন নাকি প্রস্থান!
একে একে তিনটি প্রানের হয়েছে অবসান ৷


এই কবিতাটি আমার লেখা একটি ছোট গল্প থেকে নেয়া ৷ গল্পটি পড়লে কবিতাটি সহজেই বুঝা যাবে ৷