নারী তুমি অবহেলিত
তোমার বুকের গহীন
অরণ্য গর্ভে দগ্ধিভূত
আছে শত সহস্র ক্ষত।


তুমি প্রত্যহ প্লাবিত কর বিশাল গিরি খাঁদ,
নয়ত নীল সাগর তোমার নোনতা নয়ন জলে।


তুমি কখনও সাহসী কখনও দুর্বল..
তবুও সবাই তোমাকে জানে অবলা বলে।


তুমি তো জীবন আন নিজ গর্ভে করে ধারণ,
তাহলে হয়না কেন বিশ্ব জুড়ে তোমার ন্যায্য সম্প্রসারণ?


তোমার ক্ষত বিক্ষত গোপন অন্তরে নিভৃতে ঝরে ব্যথার ঝর্ণা,
তুমি সর্ব যুগে সর্ব কালে কখনো হয়েছ মহিয়সী কখনো অনন্যা।


তোমার ক্ষত বিক্ষত হৃদয়ে কখনও তাচ্ছিল্য কখনও ঘৃণা কখনও ক্রোধ,
সবই সয়ে যাচ্ছ একান্ত নিরবতায় কখনো করতে পারনি প্রতিরোধ।


তুমি সমুদ্র তলদেশে কর বিচরন তোমার নিজ বাহুবলে,
তুমি সিংহীর ন্যায় সাহসী বলেই হিংস্র হায়েনারে আন পদ তলে।


নারী তোমার ন্যায় নিষ্ঠায় তুমি প্রজ্জ্বলিত কর তোমার হাতে সজ্জিত সন্ধ্যা বাতি,
তোমার উজ্জ্বল মহিমায় তুমি হও মহিয়ান সগর্বে সবাই তোমায় দেবে পুস্পারতি।


নারী তুমি শান্ত তুমি স্নিগ্ধ তুমি তো হও কোমল।
তবুও জেনে রাখ তুমি অবলা কখনই নও সবল।




বিশ্ব নারী দিবসে আমার প্রিয় সকল নারীদের জানাই লাল গোলাপের অফুরন্ত শুভেচ্ছা।