যারা ধূমা খেয়ে ভুলে যেতে চাও
বিরহ ব্যথা,ভুলে যেতে চাও প্রস্ফুটিত
জীবনের মানে। তারা আজ সারি সারি দাড়িয়ে হাসপাতালে করিডোরে।


যারা কালো ধূয়ার বিস্ফোরণ ঘটাও
কলকারখানার বর্জ আর সস্তা পলিথিনের দুর্গন্ধ পুড়ে,
চেয়ে দেখ প্রজন্ম আজ রসাতলে। প্রকৃতির রূপ যাচ্ছে ক্ষয়ে, বিপন্নতায় ধরা আজ অধরা।


যারা এটম বোমায় নিজেকে কর শক্তিধর
দেশকে পরাও পরাশক্তির ক্ষয়িত পোশাক,
দেখ জাতি ধর্ম বর্ণ গিয়েছে ঢেকে আঁধারে, আসছে ধেয়ে মৃত্যু দূত। নির্মম সত্য যেন না যাই ভুলে।